ট্রেনের তেল ও ব্যাটারি চোর চ’ক্রের সাত সদস্যকে গ্রে’ফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। গ্রে’ফতার সাতজনের মধ্যে পাঁচজন রেলওয়ের বিভিন্ন বিভাগে কর্মরত। শনিবার (১০ জুলাই) গণমাধ্যমকে বি’ষয়টি নিশ্চিত করেন আরএনবির চিফ ইন্সপেক্টর মো. সালামত উল্লাহ। তিনি বলেন, গ্রে’ফতার সাতজনসহ মোট নয়জনের বি’রুদ্ধে আজ দুপুরে মা’মলা দা’য়ের করা হয়েছে।
চু’রির স’ঙ্গে আরও যারা জ’ড়িত তাদের বি’রুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রে’ফতার হওয়া আ’সামিরা প্রাথমিক জি’জ্ঞাসাবাদে ঘ’টনার স’ঙ্গে জ’ড়িত থাকার কথা স্বীকার করছে। এর আগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ২ নং প্লাটফর্মে ট্রেন ( বিটি-১ স্পেশাল) থেকে তেল চু’রির খবর পেয়ে শুক্রবার (৯ জুলাই) রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত অ’ভিযান চা’লিয়ে তাদের গ্রে’ফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ লিটার ডিজে’ল ও ট্রেনের ৩৯টি ব্যাটারি জ’ব্দ করা হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানায়, ট্রেনের তেল ও ব্যাটারি চু’রির স’ঙ্গে ট্রেনের পরিচালক, চালক, সহকারী চালক, ফ্লাগমন, মেকানিক্যাল ফি’টার ও খালাসি জ’ড়িত। আরএনবি কর্মকর্তারা বলেন, গ্রে’ফতার তিনজন লোকোমোটিভ থেকে ডিজে’ল চু’রি করে অন্যত্র বিক্রি করার কথা স্বীকার করছেন। এছাড়া ও তাদের স’ঙ্গে ট্রেনচালক কামরুজ্জামান পাটোয়ারীর (৪২) (এলএম) এবং ট্রেন পরিচালক নজরুল ইসলাম (গার্ড-১) জ’ড়িত রয়েছেন।
ঘ’টনার পর থেকেই কামরুজ্জামান ও নজরুল প’লাতক বলে জানিয়েছেন আরএনবির চিফ ইন্সপেক্টর মো. সালামত উল্লাহ। অন্যদিকে, নগরের দেওয়াহাট এলাকায় রেলওয়ের ইলেকট্রিক গোডাউন থেকে ৩৯টি ব্যাটারি চু’রির সময় রেলওয়ের দুই কর্মচারীসহ চারজনকে গ্রে’ফতার করে আরএনবি। এ ঘ’টনায় রেলওয়ের মেকানিক্যাল ফি’টার আনোয়ার হোসেন (৪০) ও রেলের খালাসি জাবেদ হোসেন (৩০), পিকআপ চালক মামুন (৩৫) ও হেলপার পারভেজকে (৩০) গ্রে’ফতার করা হয়। তাদের বি’রুদ্ধে মা’মলা করা হয়েছে বলে জানিয়েছেন সালামত উল্লাহ। আরএনবি কর্মকর্তারা বলেন, গ্রে’ফতার তিনজন লোকোমোটিভ থেকে ডিজে’ল চু’রি করে অন্যত্র বিক্রি করার কথা স্বীকার করছেন। এছাড়া ও তাদের স’ঙ্গে ট্রেনচালক কামরুজ্জামান পাটোয়ারীর (৪২) (এলএম) এবং ট্রেন পরিচালক নজরুল ইসলাম (গার্ড-১) জ’ড়িত রয়েছেন।
ঘ’টনার পর থেকেই কামরুজ্জামান ও নজরুল প’লাতক বলে জানিয়েছেন আরএনবির চিফ ইন্সপেক্টর মো. সালামত উল্লাহ। অন্যদিকে, নগরের দেওয়াহাট এলাকায় রেলওয়ের ইলেকট্রিক গোডাউন থেকে ৩৯টি ব্যাটারি চু’রির সময় রেলওয়ের দুই কর্মচারীসহ চারজনকে গ্রে’ফতার করে আরএনবি। এ ঘ’টনায় রেলওয়ের মেকানিক্যাল ফি’টার আনোয়ার হোসেন (৪০) ও রেলের খালাসি জাবেদ হোসেন (৩০), পিকআপ চালক মামুন (৩৫) ও হেলপার পারভেজকে (৩০) গ্রে’ফতার করা হয়। তাদের বি’রুদ্ধে মা’মলা করা হয়েছে বলে জানিয়েছেন সালামত উল্লাহ।