চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের জন্য ভোক্তা অধিকার আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর(জাইকা) সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার ও সহকারি কমিশনার (ভূমি) আল আমিন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কাজী ফরিদ।স্থা
নীয় সরকার প্রতিনিধি আবদুল জব্বারসহ উপজেলার বিভিন্ন হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ৪০ জন সদস্য এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।