বরুড়া সংবাদদাতা
এসএসসি ১৯৯৩ শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ “আমরা৯৩” বরুড়া উপজেলার বন্ধু মিলন মেলা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বরুড়া হাজী নোয়াব আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান কামাল হোসেন। রিয়াজুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আমরা৯৩ চট্টগ্রাম বিভাগের সমন্বয় কমিটির সদস্য রোটারিয়ান মোঃ বেলাল হোসেন, মিজানুর রহমান, ইস্কান্দার রানা, “আমরা ৯৩” চট্টগ্রাম বিভাগ ও বৃহত্তর কুমিল্লা গ্রুপের এডমিন রোটারিয়ান সাংবাদিক মোঃ আবদুল জলিল রিপন।
শহিদ উল্যাহ ও সীমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমান উল্যাহ, মাষ্টার জোবায়ের হোসেন, রোটারিয়ান মোঃ মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর জাকির হোসেন, মফিজুল ইসলাম, অধ্যাপক সফি উল্যাহ, লিটন দাস, মোস্তফা কামাল, আবুল বাশার প্রমুখ।
অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ১৯৯৩ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ৯৩ গ্রুপের সদস্য মোঃ মনির হোসেন।