দেবিদ্বার সংবাদদাতা
কুমিল্লার দেবীদ্বারে বন্ধু উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দুস্থদের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার মোহাম্মদপুর গ্রামে মাংস বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিবিআই চাঁদপুর এর পুলিশ সুপার জুনায়েদ আহমেদ কাওসার। বন্ধু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম এ ওয়াদুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আমরা৯৩ চট্টগ্রাম বিভাগের সমন্বয় কমিটির সদস্য রোটারিয়ান মোঃ বেলাল হোসেন, আমরা৯৩ চট্টগ্রাম বিভাগ ও বৃহত্তর কুমিল্লা গ্রুপের এডমিন রোটারিয়ান সাংবাদিক মোঃ আবদুল জলিল রিপন, চাঁদপুর চাপাতলি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী, মোহাম্মদ সেরাজুল হক কলেজের অধ্যক্ষ মোঃ আবদুস সাত্তার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান বাশার, সাংবাদিক সাহিদুল ইসলাম ও কাউসার আলম প্রমুখ।
আলোচনা শেষে বিদেশ ফাউন্ডেশন ইউএস এর অর্থায়নে বন্ধু উন্নয়ন সংস্থা উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।
উল্লেখ্য বন্ধু উন্নয়ন সংস্থা বিগত ১৮ বছর ধরে মানব সেবায় কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ১৬ হাজার চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করেছে।