চৌদ্দগ্রাম প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় মো: নাজমুল (২১) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। নিহত নাজমুল চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বেলগাজী মুসলিম পাড়ার মিলন মিয়ার ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়ার বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আসাদুজ্জামান।
স্থানীয় সূত্রে গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি সবজি বোঝাই ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১১২৭) চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকায় লাকি হোটেলের সামনে পৌঁছলে ঘুমের ঘোরে অজ্ঞাতনামা একটি ট্রাকের পেছনে চালক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নাজমুল নিহত হন। এ ঘটনায় ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।
ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।