কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার দিনব্যাপী স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, আবদুল বারিক, রফিকুল হায়দার চৌধুরী কামাল, সাংবাদিক মাহমুদুর রহমান, ইসহাক খান, এড. জুলফে আলী, অধ্যাপক মফিজুর রহমান, সদস্য মমিনুর রহমান ফটিক, সদস্য ড. আবদুল মান্নান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মিয়াজি, সদস্য আবুল হাসেম কমান্ডার, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জিএম জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, সৈয়দ আহমেদ খোকন, মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, মাহফুজ আলম, জয়নাল আবেদীন খোরশেদ, একরামুল হক, কাজী জাফর আহমেদ, জানে আলম ভূঁইয়া, খলিলুর রহমান মজুমদার, জাফর ইকবাল, সদস্য কামাল উদ্দিন, কৃষি ও সমবায় সম্পাদক নাসির উদ্দীন মোল্লা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক খোরশেদ আলম, দফতর সম্পাদক নান্টু দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, উপদেষ্টা এড. আবদুল হামিদ তালুকদার, এড. ফয়জুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক আবদুল হালিম নিজাম চৌধুরী, উপদেষ্টা আবদুর রশিদ ভূঁইয়া, রফিকুল ইসলাম পাটোয়ারী, আবদুল মতিন চৌধুরী, হারুন অর রশিদ, ডাঃ আবদুল জলিল, রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, আলকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া, কাশিনগর ইউনিয়ন সভাপতি মোখলেছুর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুনেসা আমিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার, কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, শ্রমিক লীগের সভাপতি আরস মজুমদার ও ছাত্র লীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ আবদুল জলিল রিপন।
সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন মজুমদার, জেলা আওয়ামী লীগ নেতা সামছুল আলম মজুমদার ও সদস্য আমির উদ্দিন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং তাদের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
সভায় সাংগঠনিক ও জেলহত্যা দিবস উদযাপন এবং আগামী ইউপি নির্বাচন নিয়ে বিশদ আলোচনা করেন নেতৃবৃন্দ।