‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস-অদম্য আত্নবিশ্বাস’ এই পতিপাদ্য নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। প্রথম বারের মত ‘ক’ শ্রেনীর জাতীয় দিবস হিসেবে দেশ ব্যাপী যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে সারা দেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল দিবসে বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনের আয়োজন করে। নির্বাহী অফিসার এসএম মনজুরুল হকের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাসেদা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান, প্রাণী সম্পাদ কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তৈয়ব, প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা, কাউন্সিলর, গণমাধ্যম কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্যঃ- ১৯৬৪ সালে ১৮ অক্টোবর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ীতে শেখ রাসেল জন্ম গ্রহন করেন। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কালো রাতে বিপদগামী একদল সেনা সদস্যরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শেখ রাসেলসহ ওই পরিবারের সদস্যদের হত্যা করে।