সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। মঙ্গলবার সকালে সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান। উপজেলা আওয়ামী লীগের সহ দফতর সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিপ্লবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ মিয়াজি, সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, এডভোকেট জুলফে আলী, ইসহাক খান, এনামুল হক খন্দকার, অধ্যাপক মফিজুর রহমান, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা ও রফিকুল ইসলাম, গুনবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ খোকন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, শুভপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, জগন্নাথ দীঘি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নান্টু দেবনাথ, যুবলীগ নেতা নজির আহমেদ মজুমদার, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার, কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুনেসা আমিন, ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউসার হানিফ শুভ, শ্রমিক লীগের সভাপতি আরস মজুমদার প্রমুখ। সভা শেষে সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপির নেতৃত্বে বিশাল শান্তি শোভাযাত্রা ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।