স্টাফ রিপোর্টার
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধীরা শান্তির দেশ কে নিয়ে আবারো চক্রান্ত শুরু করেছে। তাদের ধ্বংস যজ্ঞ থেকে রেহাই পেতে সকল কে এগিয়ে আসতে হবে। বিএনপি জামায়াত কখনো দেশের স্বাধীনতা বিশ্বাস করেনি। সম্প্রতি কুমিল্লার ঘটনাটি তারই প্রমান। কুমিল্লার পুলিশ প্রশাসন খুবই আন্তরিক। সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের খুজে বের করে এনে শাস্তির আওতায় আনা হবে। আমাদের পবিত্র ধর্ম ইসলাম। ইসলাম কখনো দাঙ্গা-হাঙ্গামা বিশ্বাস করে না। হিন্দুদের মন্দিরে হামলার অনুমোদন দেয় না। একটি গোষ্ঠি সব সময় এ দেশকে অস্থিতিশীল করার লক্ষে আবারো চক্রান্ত আরম্ভ করেছে। এদেশের মানুষ খুবই শান্তিপ্রিয়। কুমিল্লা ও চৌদ্দগ্রামে এসব সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কোন স্থান নেই। স্বাধীনতা বিরোধীরা যদি আবারো দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করে তাহলে আপনারা সম্মিলিত ভাবে তাদেরকে প্রতিহত করে আইনের হাতে তুলে দিবেন।
তিনি মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ মিয়াজি, সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারীসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিশাল শান্তি শোভাযাত্রা ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।