স্টাফ রিপোর্টার
নানান আয়োজনের মধ্য দিয়ে রোটারী ক্লাব অব কুমিল্লা ফেমাসের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গত সোমবার রাতে এ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারস্থ ক্লাব অফিসে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সেক্রেটারি পেয়ার আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম চেয়ারম্যান রফিক উদ্দিন আহমেদ, প্রেসিডেন্ট ইলেক্ট আলমগীর হোসেন, সেক্রেটারি ইলেক্ট নূর মোহাম্মদ, ভাইস প্রেসিডেন্ট শওকত আকবর, চার্টার সেক্রেটারী, ভাইস প্রেসিডেন্ট ও ক্লাব ট্রেইনার মোঃ নিপু মজুমদার, আইপিপি আব্দুল্লাহ মাসুদ নোমান, চার্টার মেম্বার আবুল হাসনাত জোবায়ের, সার্জেন্ট এড আর্মস খোরশেদ আলম, মেম্বার আতিকুল হক আতিক। মানবতার কল্যাণে রোটারী ক্লাব অব কুমিল্লা ফেমাস অতীতের ন্যায় আগামীদিনেও কাজ করে যাওয়া প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। পরে কেক কেটে ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ক্লাবের প্রতিষ্ঠা প্রেসিডেন্ট মরহুম আবদুল মমিন চেয়ারম্যান এর জন্য দোয়া কামনা করা হয়।