চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার কাশিনগর, উজিরপুর, কালিকাপুর, শ্রীপুর, শুভপুর, ঘোলপাশা, মুন্সিরহাট, কনকাপৈত, বাতিসা, চিওড়া, গুনবতী ও জগন্নাথদীঘি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও আলকরা ইউপি নির্বাচনের তফসিল ঘোষাণা করা হয়নি। ২০১৫ সালে চৌদ্দগ্রামের সকল ইউপিতে একসাথে নির্বাচন হলেও এবার কেন পৃথক হচ্ছে তা জানা যায়নি। তবে শীঘ্রই ওই ইউপির নির্বাচনের তফসিল ঘোষিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
বুধবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে চৌদ্দগ্রামের ১২টিসহ ৮৪০টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী- চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।