স্টাফ রিপোর্টার
আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে ২৬ জন নেতাকর্মী আবেদন পত্র দাখিল করেছেন।
তারমধ্যে কাশিনগর ইউনিয়নে ০৭ জন, উজিরপুর ইউনিয়নে ০২ জন, কালিকাপুর ইউনিয়নে ০৩ জন, শ্রীপুর ইউনিয়নে ০১ জন, শুভপুর ইউনিয়নে ০১ জন, মুন্সীরহাট ইউনিয়নে ০৩ জন, কনকাপৈত ইউনিয়নে ০৩ জন, বাতিসা ইউনিয়নে ০২ জন, চিওড়া ইউনিয়নে ০৪ জনসহ ২৬ জন নেতাকর্মী দলীয় মনোনয়নের জন্য আবেদন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের এ আবেদন পত্র গ্রহণ করা হচ্ছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন পত্র গ্রহণ করা হবে বলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল জানান।
গতকাল বুধবার নির্বাচন কমিশন উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২৩ ডিসেম্বর এ ১২ ইউপিতে ভোট গ্রহণ করা হবে।
আলকরা ইউনিয়নের নির্বাচনের তফসিল পরে ঘোষণা করা হবে বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।