প্রত্যাশা প্রতিবেদক
শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের তারিখ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
২৩ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা থাকায় ভোটগ্রহণের দিন পরিবর্তন করে পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব হুমায়ন কবীর খোন্দকার জানান, আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। নির্বাচনের ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৩ ডিসেম্বর সকালে ও বিকেলে যথাক্রমে পরীক্ষা ভূগোল দ্বিতীয়পত্র ও আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার দিন ভোট গ্রহণের বিষয়টি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।
যার প্রেক্ষিতে চতুর্থ ধাপের ইউপি ভোট ৩ দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর পূণনির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর চতুর্থ ধাপে ৮৪০ ইউপি ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তারমধ্যে ৩৩টি ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।