চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, সহকারী কমিশনার ভূমি তমালিকা পাল, কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন, থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ খোকন, মোশারেফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপনসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিজিবি প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।