চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ মোঃ রায়হান (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৭।
আটককৃত যুবক উপজেলার বাতিসা ইউনিয়নের পাতড্ডা গ্রামের মোঃ নাছির আহম্মেদের ছেলে।
র্যাব জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে অবস্থিত গ্রামীনফোন সার্ভিস সেন্টারের সামনে মাদক বেচা-কেনা চলছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ফেনীর উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাবের ইমরানের নেতৃত্বে একটি চৌকস দল
অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় রায়হান কে হাতেনাতে আটক করা হয়। পরে র্যাব তার হেফাজতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি চালিয়ে ১ টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড কার্তুজ ও একটি ফোল্ডিং চাকু উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মালামালসহ রায়হানকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করে র্যাব ।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, ফেনীর র্যাব ৭ বাদী হয়ে আটককৃত রায়হান সহ পলাতক আরো ৩ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র মামলা দায়ের করেন এবং আমরা আসামী কে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।