চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে গাড়ির হালনাগাদ কাগজপত্র, লাইসেন্সসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র না থাকার কারণে কুমিল্লা-ফেনী রুটে চলাচলকারী মদিনা ও যমুনা পরিবহনের দুই চালকের ৪০ হাজার টাকা জরিমানা, তিন চালকের জেল ও ৫টি গাড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও অন্যান্য সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত অপরাধে জড়িত থাকার দায়ে এসব দন্ড দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম মনজুরুল হক জানান। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এর অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক জানান, নির্ধারিত স্থানে পার্কিং না করে যত্রতত্র দাড়িয়ে যাত্রী উঠানামা করানোর দায়ে যাত্রীবাহী মদিনা ও যমুনা পরিবহনের দুটি গাড়ির চালককে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে চালক মোঃ আনোয়ার হোসেনকে ৩মাস, জাকির হোসেন ও হানিফকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে এবং হালনাগাদ কাগজপত্র না থাকার কারণে ০৫টি গাড়ি জব্দ করে মিয়াবাজার হাইওয়ে পুলিশের নিকট রাখা হয়েছে।
এসময় তিনি আরও বলেন, আজকের এ অভিযানের মাধ্যমে মহাসড়কে চলমান গাড়িগুলোকে একটি বার্তা দিতে চাই যে, ভবিষ্যতে এসব গাড়ির কাগজপত্র সংক্রান্ত ত্রæটি, বিচ্যুতি, লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন না করা হলে সড়ক পরিবহন আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করে আরও বড় অভিযান পরিচালনা করা হবে।
এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানার এসআই মনির হোসেন এর নেতৃত্বে থানা পুলিশ ও মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম।