চৌদ্দগ্রাম প্রতিনিধি
সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সাবেক বাণিজ্যিক সম্পাদক শামসুল আলম বেলাল এর জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আসর তার নিজ গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় কুমিল্লার বিভিন্ন স্থানীয় পত্রিকার সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, গণমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। জানাজা শেষে পারিবারিক করস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
মরহুমের ভাতিজা মাহফুজ রহমান জানায়, শামসুল আলম বেলাল রোববার রাত ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
শামসুল আলম বেলাল ১৯৫৮ সালের ১৫ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৭ জুলাই তিনি বাসসে যোগদান করেন এবং ২০২০ সালের ১৫ এপ্রিল অবসর গ্রহণ করেন। বাসসে দীর্ঘ কর্মজীবনে তিনি অনলাইন এডিটর, সিটি এডিটর ও বাণিজ্যিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।