স্টাফ রিপোর্টার
দৈনিক স্টারলাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার রাজধানীর মতিঝলস্থ সংগঠনটির কার্যালয়ে প্রতিষ্ঠাতা সদস্যদের আয়োজিত এক সভায় শহিদুল ইসলাম পাইলট (চ্যানেলআই ও সমকাল) কে সভাপতি, সাঈদুর রহমান রিমন (বাংলাদেশ প্রতিদিন) কে সিনিয়র সহসভাপতি করে ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়াও পুনর্গঠিত কমিটিতে সোহাগ আরেফিন (দৈনিক অন্যদিগন্ত) কে যুগ্ম সাধারণ সম্পাদক ও শারমিন সুলতানা মিতু (দৈনিক সরেজমিন বার্তা) কে অর্থ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
জানা যায়, সাংবাদিক ও সংগঠক জসিম মাহমুদ ফেনী শহরতলীর আলোকদিয়া চৌধুরী বাড়ির মকবুল আহমদের ছেলে। তিনি ১৯৮৮ সাল থেকে সংবাদ কর্মের সাথে জড়িত। জসিম মাহমুদ ১৯৯১ সালের দিকে কবি আল মাহমুদ সম্পাদিত সাপ্তাহিক পালাবদল’এ কাজ করার মাধ্যমে পেশাদার সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে দৈনিক জনকন্ঠ, দৈনিক রূপালী, দৈনিক মিল্লাত, দৈনিক ইত্তেহাদ, দৈনিক খোলা কাগজ ফেনী প্রতিদিন, দৈনিক ডিজিটাল সময় পত্রিকায় বিভিন্ন পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে ফেনী থেকে প্রকাশিত সরকারী মিডিয়াভুক্ত দৈনিক স্টারলাইন পত্রিকার সহযোগী সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন বিভিন্ন সংগঠনের সাথে কাজ করার সুযোগ পান। পেশাদারিত্বের পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। একজন দক্ষ সংগঠক হিসাবে তার সুখ্যাতি রয়েছে। তিনি ফেনী ও ঢাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থায় আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জানায়, ২০১৩ সাল থেকে মফস্বলের সাংবাদিকদের পেশাগত এগিয়ে নিতে কাজ করছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। আমি দীর্ঘদিন বিএমএসএফ’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও ফেনী জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছি। কিন্তু সম্প্রতিকালে কেন্দ্রীয় নেতৃত্বে ভুলবুঝাবুঝির কারণে উত্তেজনা সৃষ্টি হয়। সর্বশেষে সোমবার প্রতিষ্ঠাকালিন সদস্যদের সভায় উত্তেজনা নিরসন করে উল্লেখিত কমিটি ঘোষণা করা হয়েছে। জসিম মাহমুূদ বলেন, আমার পূর্ব অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা মূল্যায়ন করে নতুন কমিটিতে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। শিঘ্রই গঠনতন্ত্র মোতাবেক দেশের সকল জেলা ও উপজেলা কমিটি পূন:গঠন শুরু হবে বলে তিনি জানান।