চৌদ্দগ্রাম প্রতিনিধি
এনএটিপি-২ প্রকল্পের অর্থায়নে এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড (এআইএফ-২) এর আওতায় কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা সিআইজি (মৎস্য) সমবায় সমিতি লিমিটেড এর অনুকুলে একটি পিক আপ ভ্যান বিতরণ করা হয়েছে। সমিতির নেতৃবৃন্দের হাতে গাড়ি চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শেফাউল আলম, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।