চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, চৌদ্দগ্রাম সার্কেল এএসপি জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদোসি আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী প্রমুখ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান। সভায় প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।