চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ।
কলেজ প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ এর সভাপতি খন্দকার এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, চৌদ্দগ্রাম ও লাঙ্গলকোট থানার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মিরু, থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু তৈয়ব হোসেন, বিশিষ্ট সমাজ সেবক উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, নিজাম চৌধুরী, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন, প্রকৌশলী কামাল উদ্দিন, অভিভাবকদের পক্ষে সাংবাদিক আক্তারুজ্জামান, কলেজ ছাত্রী ফাহমিদা নিপা, কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইসমাত জাহান লিজা ও নবীনদের পক্ষে তানজিলা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ টিপু সুলতান।
কলেজ শিক্ষক মোঃ মাঈন উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার মাঝে কলেজের ১০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং আলোচনার মাঝে মাঝে শিক্ষার্থীরা গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের কে গড়ে তুলতে হবে। বিগত সময়ে পরীক্ষার ফলাফলে দেখা গেছে ছেলেরা পিছিয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে। এজন্য আমি মেয়েদের কে অভিনন্দন জানাই। মোবাইল ও মাদকের পিছনে ঘুরে আজকে আমাদের ছেলেরা নিজেদের জীবন কে নষ্ট করে দিচ্ছে। স্বপ্ন ভঙ্গ হচ্ছে পিতা মাতার। তাই আজকের নবীন শিক্ষার্থীদের বলবো মন দিয়ে লেখা পড়া করবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে।