স্টাফ রিপোর্টার
কুমিল্লার চৌদ্দগ্রামের ৮নং মুন্সিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজ আলমকে হত্যার চেষ্টার সময় অস্ত্রসহ শাখাওয়াত হোসেন রিয়াজ(২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রিয়াজ একই ইউনিয়নের বিষবাগ গ্রামের জাফর আহমেদের ছেলে। এ ঘটনায় চেয়ারম্যান বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছেন। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা।
ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম বলেন, রিয়াজ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। রোববার দুপুরে সে মুন্সিরহাট বাজারে একজন মহিলাকে শারিরীকভাবে লাঞ্চিত করে। ওই মহিলা ইউপি কার্যালয়ে আমার কাছে নালিশ করে। আমি রিয়াজের বাবা জাফর আহমেদকে ডেকে এনে রিয়াজকে শাসানোর জন্য বলি। এতে সে ক্ষুদ্ধ হয়ে দুপুর বেলায় ইউপি কার্যালয়ে এসে ভাংচুর চালায়। এ সময় আমি কার্যালয়ে ছিলাম না। খবর পেয়ে কার্যালয়ে ছুটে গেলে সে পালিয়ে যায়। পরবর্তীতে সোমবার ভোর রাতে রিয়াজ ও অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি আমার বাড়ির ভিতরে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। এ সময় সে কোমড় থেকে পিস্তল বের করে আমাকে হত্যার চেষ্টা চালায় বলে চেয়ারম্যান মাহফুজ জানান। এসময় স্থানীয় লোকজন অস্ত্রসহ রিয়াজকে আটক করে পুলিশে সোপর্দ করে।
থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রিয়াজকে পুলিশ হেফাজতে নেয়। ৫ রাউন্ড গুলি ও একটি বিদেশী পিস্তল জব্দ করে। হত্যাচেষ্টার অভিযোগে রিয়াজকে প্রধান আসামী ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে চেয়ারম্যান বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।