চৌদ্দগ্রাম প্রতিনিধি
বিশ্বের বিভিন্ন দেশে কর্মরতদের নিয়ে গঠিত “চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান” সংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । গত ১৬ এপ্রিল সংগঠনের সভাপতি জাকির হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এ কমিটি গঠনের কথা জানানো হয়। ইতালি প্রবাসী লোকমান হোসেন আপনকে আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক রয়েছেন চারজন। তারা হলেন কুয়েত প্রবাসী শহীদুর রহমান, ইতালি প্রবাসী মামুনুর রশীদ, আরব আমিরাত প্রবাসী ইলিয়াস বারেক, বেলজিয়াম প্রবাসী কাজী আমজাদুল হক দীপু। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ১০ জন। তারা হলেন ইতালি প্রবাসী আমিনুল ইসলাম, বাহরাইন প্রবাসী জিয়া উদ্দিন ভূঁইয়া শিপন, সৌদিআরব প্রবাসী আবদুল কুদ্দুস ভূঁইয়া টিপু, শাহ আলম, মো: বেলাল, গাজী আনোয়ার হোসেন মানিক, মোহাম্মদ আলম, হারুনুর রশীদ হারুন, মো: আবুল খায়ের ও কুয়েত প্রবাসী জাহাঙ্গীর হোসেন। গত ১৫ এপ্রিল সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় সংগঠনের বর্তমান কমিটি বিলুপ্ত করে এ আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য এ কমিটিকে দ্বায়িত্ব দেওয়া হয়।